নিজস্ব প্রতিবেদক
৪র্থ ও মাস্টার্সের পর আজ সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল।
দীর্ঘদিন পর হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে করোনায় অনেক বন্ধুকে হারিয়ে উচ্ছ্বাসের মাঝেও ছিল শোকের ছায়া।
এদিকে হল পরিদর্শন করে উপাচার্য ড. অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, আবাসিক হলের ৯০ থেকে ৯৮ ভাগ শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। তবে ১৭ অক্টোবর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হলে সামাজিক দূরত্ব নিশ্চিতে একটি ক্লাস একাধিক সেকশনে ভাগ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। ভর্তির পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে উঠতে না উঠতেই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তাই তার জন্য হলে ওঠার আনন্দ যেন একটু বেশিই ছিল।
দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয় রোববার হলে উঠতে পেরে সাজ্জাদের মতো খুশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও।
অনেক হলেই তুলে দেওয়া হয়েছে গণরুম। বহিরাগত ও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের জায়গায় সিট পেয়েছেন গণরুমে থাকা শিক্ষার্থীরা। আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
Discussion about this post