নিজস্ব প্রতিবেদক
আজ ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬১২ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২৮৪জন শিক্ষার্থী।
আজকের ঘোষিত ফলাফলে বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে তিনটি শিফটে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও এর মধ্যে অংশ নিয়েছেন ৩৩ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। যেখানে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ২৮৪জন এবং উত্তীর্ণ হয়নি ১৮ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু।
যেখানে এবার ‘সি’ ইউনিটের (গ্রুপ-৩) ভর্তি পরীক্ষায় মোট ১০০ নাম্বারের মধ্যে ৯৪.৪০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এক ভর্তিচ্ছু। যেটি তিনটি শিফট মিলিয়ে সর্বোচ্চ। যেখানে (গ্রুপ-৩) অংশ নেয় মোট ১০হাজার ৭০৫ জন যার মধ্যে পাশ করেছে ৫৫৮৩ জন এবং ফেল করেছে ৫১২২জন।
এছাড়া গ্রুপ সি’ ইউনিটে (গ্রুপ-১) মোট ১০হাজার ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৬৭৫ জন, ফেল করেছে ৫৭৭৪ জন ভর্তিচ্ছু। যেখানে সর্বোচ্চ মার্কস ৮৩.৬০।
সি ইউনিটে (গ্রুপ-২) অংশ নেয় মোট ১০হাজার ৬৫৮জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯৮৯ জন এবং ফেল করেছে ৬৬৬৯ জন। ১২৪জনের পরীক্ষা খাতা বাতিল হয়েছে। যেখানে সর্বোচ্চ মার্কস ৯৪.২০।
এ বছর ‘সি’ ইউনিটে তিনটি শিফট মিলিয়ে পাশের হার ৪৪ দশমিক ৬১ শতাংশ। প্রায় ৫৬ দশমিক ৩৯ শতাংশ ভতিচ্ছু পরীক্ষায় পাশ করতে পারেননি। অ বিজ্ঞান থেকে পাশের হার ৬৪ দশমিক ১৭ শতাংশ ফেল করেছে ২৬ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী।
সি ইউনিটে (অবিজ্ঞান) অংশ নেয় মোট ১৬১৬ জন যার মধ্যে পাশ করেছে ১০৩৭ জন এবং ফেল করেছে ৫৭৯ জন। পরীক্ষায় অংশ নেয়নি ১১৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষা খাতা বাতিল হয়েছে ৯জন ভর্তিচ্ছুর।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd) পাওয়া যাবে।
Discussion about this post