শিক্ষার আলো ডেস্ক
কুড়িগ্রামে একদিনের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইতি প্রতীকী দায়িত্ব পালন করেছে। গত সোমবার (১১ অক্টোবর) ছিল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এ দিবস উপলক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ওই ছাত্রীকে তার পাশের আসনে বসিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতীকী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব হস্তান্তর করেন।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ওইদিন সকালে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন– সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও জেলা শিশু টাস্কফোর্সের সদস্যরা।
দায়িত্ব নেওয়ার পর প্রতীকী জেলা প্রশাসক ইসরাত জাহান ইতি কুড়িগ্রাম জেলাকে বাল্যবিয়েমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশমালা তুলে ধরেন। সেসব সুপারিশ বাস্তবায়নের আশ্বাসও দেন এই প্রতীক জেলা প্রশাসক।
প্রসঙ্গত, ‘গার্লস টেকওভার’ অনুষ্ঠানের মাধ্যমে একজন কিশোরী, মেয়েশিশু অথবা যুব-নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়; যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ হয়। মেয়েশিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের- এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি চালু করা হয়।
এনসিটিএফ সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।
Discussion about this post