নিজস্ব প্রতিবেদক
আগামী ১৩ নভেম্বর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস কার্যক্রম শুরু হবে । মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে বুয়েটের ক্লাস কার্যক্রম শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, ওই দিন থেকে এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এর মধ্যে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা সম্পন্ন করতে হবে। সেটা হলে হল খোলা হবে। পরে সশরীরে ক্লাস শুরু হবে।
Discussion about this post