শিক্ষার আলো ডেস্ক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৬ জন শিক্ষক স্থান পেয়েছেন। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা গবেষক তালিকায় স্থান পান তারা।
জানা যায়, ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষক তালিকা প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স। এ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ১ হাজার ৭৯৪ জন গবেষকের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষক।
গবেষকদের গুগল স্কলারের রিসার্চ, প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।
প্রকাশিত তালিকায় চবি’র গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসাইন ও মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক এম শাহাদাত হোসাইন।
এ ছাড়া তালিকায় স্থান পাওয়া চবি’র অন্য গবেষকরা হলেন- হানিফ সিদ্দিকী, এম জামাল উদ্দীন আহমেদ, রেজাউল আজিম, আতিয়ার রাহমান, একেএম মাইনুল হক মিয়াঁজি, ফাহিম ইরফান আলম, মোহাম্মদ মোশারফ হোসাইন, দানেশ মিয়া, এসএম শরিফুজ্জামান, এসএম আবু কাউসার, মীর মুহাম্মদ নাসির উদ্দীন, ফজলুল কাদের, আদনান মান্নান, শেখ বখতিয়ার উদ্দীন, আবু শাদাত মোহাম্মদ নোমান, মোহাম্মদ মাহবুবুল মতিন, মোহাম্মদ নাসির উদ্দীন, শামিম আখতার, আফতাব উদ্দীন, ইয়াসমিন আলী, আমিনুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী, নিজাম আহমেদ, মোহাম্মদ মুরশেদুল হক, মোশারফ হোসেন ভুঁইয়া, আখতার হোসেন, শহীদুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ কামরুল হোসাইন, মোহাম্মদ নুরুল আজীম শিকদার, মোহাম্মদ মোরশেদুর রহমান, আখতার হোসাইন, শেখ আফতাব উদ্দীন, মোহাম্মদ আল-ফোরকান, ফয়সাল ইসলাম চৌধুরী, রুদ্র প্রতাপ দেবনাথ, মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, অলক পাল, নিহাদ করিম চৌধুরী, রাসেদ রাফি, শ্রীকান্ত চৌধুরী, এসএম রফিকুল ইসলাম, তৌহিদ হোসাইন, আলী আহমেদ, শামিনা ফেরদৌসি, লুলু মারজান, লায়লা খালেদা, আব্দুল্লাহ আল ফারুক ও মোহাম্মদ আতিকুর রহমান।
Discussion about this post