নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে পরীক্ষা দিবে সাত হাজার ২৬ জন শিক্ষার্থী।
এর মধ্যে ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষার্থী দুই হাজার ৫০৫ জন করে এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার্থী দুই হাজার ১৬ জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুবির রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৭ অক্টোবর (রোববার) ‘এ’ ইউনিট, ২৪ অক্টোবর (রোববার) ‘বি’ ইউনিট এবং ০১ নভেম্বর (সোমবার) ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্ট সব শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীকে সার্বিক সহযোগিতা দেওয়া ও দায়িত্ব পালনের জন্য আহ্বান করা হয়েছে।
Discussion about this post