নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর, আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। এতদিন অনলাইনে ক্লাস করলেও, এবার সশরীরে ক্লাস করবে শিক্ষার্থীরা।
ক্লাস শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপাতত সব সেকশনকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতোপূর্বে একাডেমিক কাউন্সিলের দেয়া ‘লস রিকভারী প্ল্যান’ অনুসরণ করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে।
গেল বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে, এক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে নিতে হবে।
ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ ও শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে একাডেমিক কাউন্সিলের সভায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রেও একাধিক সেকশন বা গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্নাতক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে সব শিক্ষার্থী অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে তাদেরকে নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলে প্রবেশ করতে দেওয়া হয়।
এদিকে, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য ৭ অক্টোবর থেকে টিএসসিতে ভোটার নিবন্ধন কেন্দ্র চালু করা হয়েছে।
যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এই কেন্দ্র থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি করতে পারবেন।
Discussion about this post