নিজস্ব প্রতিবেদক
করোনায় দীর্ঘ ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে হলে ওঠার সময় তাদেরকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আবাসিক হল খোলার বিষয়ে গতকাল সব হলের প্রভোস্টদের নিয়ে মিটিং হয়েছে। টিকা কার্ড আর হলের আইডি কার্ড দেখেই শিক্ষার্থীদের হলে উঠতে দেওয়া হচ্ছে। অনাবাসিক এবং ছাত্রত্ব নেই এমন কাউকে হলে থাকতে দেওয়া হবে না।
Discussion about this post