নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হবে। সোমবার (১৮ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০ অক্টোবর পবিত্র ইদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি ঘোষণা করায় ওইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে ২০ অক্টোবর তারিখ হতে ক্লাস শুরুর পরিবর্তে আগামী ২৫ অক্টোবর হতে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসসমূহ শুরু হবে।
এর আগে, করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়ার শর্তে গত ৯ অক্টোবর আবাসিক হলসূমহ খুলে দেওয়া হয়।
এছাড়া ২০ থেকে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। কিন্তু ওইদিন সরকারি ছুটি ঘোষণা করায় পুনরায় ২৫ অক্টোবর থেকে স্বশরীরে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
Discussion about this post