নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার। আগামী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ড. মো. ফরহাদ হাওলাদার।
তিনি সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাইফুল আলমের পদে স্থলাভিষিক্ত হয়েছেন।
ড. ফরহাদ হাওলাদারের ৫০টির অধিক গবেষণাপত্র প্রকাশনা হয়েছে। তিনি দেশ-বিদেশের ১০ এর অধিক জার্নালের রিভিউয়ার এবং আমেরিকান জার্নাল অব অ্যাগ্রিকালচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন।
এছাড়া বিভিন্ন সময়ে একাডেমিক কাউন্সিল, গ্রাজুয়েট স্টাডি কমিটি ও বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সদস্য ছিলেন তিনি।
Discussion about this post