নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে আটকে থাকা পরীক্ষা এবং দীর্ঘ সেশনজটের সম্ভাবনায় দুশ্চিন্তা কাটাতে উদ্দেগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শিক্ষার্থীদের শিক্ষা-জীবন যথাসময়ে শেষ এবং সেশনজট দূর করতে ছয় মাসের সেমিস্টার গুলো চার মাসে শেষ করার পরিকল্পনা করছে শেকৃবি প্রসাশন।
চার মাসে সেমিস্টার শেষ করা প্রসঙ্গে শেকৃবির ভাইস চ্যান্সেলর শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, আমরা ৬ মাসে সেমিস্টার, ৪ মাসে সেশন শেষ করার পরিকল্পনা নিয়েছি। এ বিষয় আমরা ইউজিসি’র সাথে আলোচনা ক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে অনলাইনে ক্লাস করার সময় আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় খোলার কিছু দিনের মধ্যে অধিকাংশ ব্যাচের পরীক্ষার রুটিন চলে গেছে। পরীক্ষাও শুরু হয়ে যাবে। আমাদের পরিকল্পনা প্রথমে আটকে থাকা সেমিস্টার গুলোর পরীক্ষা দ্রুত শেষ করা। পরবর্তীতে অন্যান্য সেমিস্টার গুলোও চার মাসে শেষ করার পরিকল্পনা নিয়েই আমরা অগ্রসর হচ্ছি।
এগ্রিকালচার অনুষদের ডিন পরিমল কান্তি বিশ্বাস জানান, আমাদের অনুষদের পরীক্ষা দ্রুত শেষ করার পরিকল্পনা করছি। কিন্তু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আমি জানি না। তবে আমার অনুষদের শিক্ষার্থীদের আটকে থাকা পরীক্ষা গুলো চার মাসের কম সময়ে শেষ করব।
Discussion about this post