নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার থেকে করোনার দীর্ঘ বন্ধ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। একই সাথে আজ থেকে অফিস কার্যক্রমও শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ১১ অক্টোবর থেকে জাবির সব আবাসিক হল খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দেড় বছর পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সব বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
Discussion about this post