ভর্তির প্রাথমিক শর্ত প্রকাশ করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ~
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের শর্তে বলা হয়েছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনটি ঐচ্ছিক বিষয় যথা গণিত, জীববিদ্যা ও আইসিটির মধ্যে যে কোন দুটি বিষয়ের উত্তর দেওয়া যাবে।
ঐচ্ছিক বিষয় নির্বাচনের প্রেক্ষিতে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে সেগুলো হলো- গণিত ও জীববিদ্যায় উত্তর করলে বিশ্ববিদ্যালয়টির যেকোন বিভাগে আবেদন করা যাবে।
গণিত ও আইসিটি বিষয়ে উত্তর করলে ফিসারিজ বিভাগ ব্যতিত অত্র বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে আবেদন করা যাবে। জীববিদ্যা ও আইসিটির উত্তর করলে গণিত, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ব্যতিত এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের আবেদন করা যাবে।
Discussion about this post