নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব আবাসিক হল ৩১ অক্টোবর খুলছে। তবে হলে উঠতে পারবেন শুধুমাত্র প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীরা। শুক্রবার (২২ অক্টোবর) হলের প্রভোস্টদের নিয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য ড. মো. দিদার-উল-আলমের সভাপতিত্বে সভায় হলগুলোর প্রভোস্ট উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনা টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদার-উল-আলম।
তিনি বলেন, করোনার প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেননি তাদের বিশ্ববিদ্যালয়ে টিকাকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া হবে। তাদের নিবন্ধনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপাচার্য আরও বলেন, ৩১ তারিখ হল খুলে দেওয়ার জন্য সব প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয় সকল প্রভোস্টদের সঙ্গে কথা হয়েছে। হল খোলার পর কোনো অছাত্র, বহিরাগত ও হলে ভর্তি নেই এমন শিক্ষার্থী থাকতে পারবে না।
Discussion about this post