নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মিত দেশের পঞ্চম বৃহত্তম পায়রা সেতু অনলাইনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। পায়রা সেতু উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক বিকাশের নতুন দিগন্তের সূচনা হবে। এই সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন যুগের সূচনা হলো।
ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা সড়কের দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় অবস্থিত, পটুয়াখালী জেলা ব্যাতীত দেশের অন্য যেকোন জেলা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সড়কপথে আসতে হলে শিক্ষার্থীদের ফেরিযোগে পার হতে হতো পায়রা নদী। যে কারণে সময় লাগতো অনেক বেশি। এ ছাড়াও যানজট লেগে থাকতো প্রতিদিন। পায়রা সেতুর মধ্য দিয়ে পবিপ্রবি শিক্ষার্থীদের লম্বা সময় ধরে চলে আসা ভোগান্তি দূর হতে চলেছে।
লম্বা সময় ধরে ভোগান্তির একনাম লেবুখালী ফেরিগেট, তবে ভোগান্তির এই অধ্যায়ের ইতি টানলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পটুয়াখালীবাসী এবং পবিপ্রবি’র শিক্ষার্থীদের ভোগান্তি দূর করায় তাই উচ্ছ্বসিত পবিপ্রবি’র সকল শিক্ষার্থীরা। এই আনন্দ উদযাপন করতে তাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি শাখার নেতৃত্বের ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান, পায়রা (লেবুখালী) সেতু নির্মাণ’- ব্যানারে আজ আনন্দ মিছিল করা হয়।
মিছিল উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। স্লোগানে মুখরিত এই মিছিল আনুমানিক বিকেল ৫ঃ১৫ মিনিটে শুরু হয়ে শেখ হাসিনা চত্বর থেকে শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে, উচ্ছ্বাস ছড়িয়ে পরে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে।
Discussion about this post