নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন ধরনের দপ্তর থেকে আসা শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যে কোন ধরনের ছুটির আবেদনপত্রে আবেদনকারীর নামের বানান বাংলা এবং ইংরেজিতে লেখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) মাউশি’র সরকারি কলেজ শাখা-১ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
নির্দেশনা বলা হয়েছে, বিভিন্ন দপ্তর থেকে আগত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বহি: বাংলাদেশ ছুটিসহ যেকোন ধরনের ছুটির অগ্রায়নপত্রে আবেদনকারীর নামের বানান বাংলা ভাষায় প্রেরণের পাশাপাশি ইংরেজি ভাষায় প্রেরণের জন্য সরকারি কলেজের সব অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discussion about this post