নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো চবির সর্বশেষ ভর্তি পরীক্ষা।
আজ বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। যা শেষ হবে বেলা ১২টায়।
২৭ ও ২৮ অক্টোবর ৩টি শিফটে নেওয়া হচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটে অংশ নিচ্ছেন ১৪ হাজার ২২৩ জন ভর্তি পরীক্ষার্থী। দুপুর সাড়ে ৩টায় ২য় শিফটেও অংশ নেবেন সমান সংখ্যক শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে দুই শিফটে পরীক্ষা দেবেন ২৮ হাজার ৪৪৬ জন।
সকালের শিফটে ভর্তি পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। ওএমআর ফরম দেওয়া হয় ১০টা ১৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হয় বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।
এছাড়া দুপুরের শিফটে পরীক্ষার্থীরা ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।
প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশসহ প্রায় ৭০০ নিরাপত্তাকর্মী কাজ করছেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে।
Discussion about this post