নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭-১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ভর্তি পরীক্ষার্থী, তাদের আত্মীয়-স্বজনসহ বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ পরীক্ষার্থী।
Discussion about this post