নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল শিক্ষার্থীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এমন সিদ্ধান্তের কথা জানান ঢাকা কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) অধ্যাপক এটিএম মইনুল হোসেন।
এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, শিক্ষার্থীরা ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে মহাখালীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। সরকারের সুরক্ষা ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড ও কলেজ পরিচয়পত্র নিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা নেওযার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সাত কলেজের সকল শিক্ষার্থীকে এই নির্ধারিত তারিখের মধ্যে টিকা নিতে হবে। শিক্ষার্থীদের সাড়া কম থাকায় এর আগের বিভাগ ভিত্তিক টিকা গ্রহণের তারিখ বাতিল করা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে টিকা দিতে না পারলে পরবর্তীতে নিজ দায়িত্বে টিকা নিতে হবে।
Discussion about this post