নিজস্ব প্রতিবেদক
চাকরিতে যোগ দেওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কোনও সনদ অর্জন করলে, তাও সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৭ অক্টোবর) ওই আদেশে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত চাকরিতে যোগদানের সময় যেসব সনদ জমা দেন- সেগুলোই সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়। আর নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের সনদ অর্জন করলে তাও সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়। মন্ত্রণালয় বলছে, অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করেছেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন। এছাড়াও অনেক শিক্ষক নৈশকালীন, খণ্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন। কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়নি।
নির্দেশনায় বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে যদি কোনও শিক্ষক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে ওই যোগ্যতা, অভিজ্ঞতা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এসব শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করে সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে, এখন থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
Discussion about this post