শিক্ষার আলো ডেস্ক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ খুদে শিক্ষার্থীর ওজন বেঁধে দেওয়া সেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে ।
বিজ্ঞপ্তি নিয়ে গণমাধ্যমে সমালোচনার পর বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপরদিকে আগামী মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. বেলায়েত হুসেন।
শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা থাকলেও সম্প্রতি খুদে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—‘ভর্তিচ্ছু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।’ শুধু তাই নয়, খুদে শিক্ষার্থীর ওজন বেঁধে দিয়ে বলা হয়েছে—‘উচ্চতা তিন ফুট থেকে তিন ফুট আট ইঞ্চির মধ্যে হতে হবে।’ ওজনের শর্তে লেখা আছে, ‘১৩ থেকে ২১ কেজির মধ্যে হতে হবে।’
শিক্ষার্থীর ভর্তির যোগ্যতায় বলা হয়েছে— ‘সকল দুধদাঁত (২০টি) অটুট থাকতে হবে। ছোঁয়াচে অসুখ থাকলে ভর্তির জন্য বিবেচিত হবে না।’
শিক্ষাবিদ ও আইন বিশ্লেষকরা বলছেন, ‘এটা প্রতিবন্ধী সুরক্ষা আইন ২০১৩-এর স্পষ্ট লঙ্ঘন এবং শিশুদের এ ধরনের বৈষম্যের মধ্যে ঠেলে দেওয়া অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে ‘এটি বর্ণবাদ-বৈষম্য।’
Discussion about this post