নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮১ শতাংশ।
শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে ‘বি’ ইউনিটের ফলাফল দেওয়া হয়। সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ‘বি’ ইউনিটে পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার (২৭, ২৮ অক্টোবর) তিন শিফটে নেওয়া হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন।
Discussion about this post