নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
এতে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শতকরা হিসেবে ৫১ দশমিক ৯৩ শতাংশ।
আর ফেল করেছেন ৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৮ দশমিক ০৭ শতাংশ। ‘সি’ ইউনিটের ফলে সর্বোচ্চ নাম্বার উঠেছে ১০৮ দশমিক ২৫।
বিষয়টি নিশ্চিত করে ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালামত উল্ল্যা ভূঁইয়া বলেন, ‘কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা শুক্রবার বিকেল থেকে ফলাফলের কাজ করেছি। ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত করার প্রস্তুতি গ্রহণ করছে।’
এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি অসনের বিপরীতে আবেদন করেছিলেন মোট ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১০ হাজার ১৩২ জন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৭২ দশমিক ৭৮ শতাংশ এবং অনুপস্থিতর হার প্রায় ২৭ দশমিক ২২ শতাংশ।
Discussion about this post