নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আগামী সোমবার (১ নভেম্বর) অথবা মঙ্গলবার (২ নভেম্বর)প্রকাশ করা হতে পারে। সে লক্ষ্যেই ফল প্রকাশের কাজ শেষ করা হচ্ছে।
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ এবং লিখিত অংশের খাতা দেখার কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে নম্বর পুনর্নিরীক্ষার কাজ চলছে। এটি শেষ হলেই ফল ঢাবি উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে। এরপর সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন।
এ প্রসঙ্গে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও বিশ্বিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ক ইউনিটের ফল প্রকাশের কাজ প্রায় শেষ। আশা করছি আগামী সোমবার অথবা মঙ্গলবার ফল প্রকাশ করতে পারবো।
তিনি আরও বলেন, আমাদের এমসিকিউ এবং লিখিত অংশের খাতা দেখা অনেক আগেই শেষ হয়েছে। শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে সেটি পুনরায় দেখা হচ্ছে। কোথাও যোগ করতে ভুল হয়েছে কিনা সেটি দেখা হচ্ছে।
Discussion about this post