নিজস্ব প্রতিবেদক
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হালনাগাদকৃত (১-১৬তম) জাতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাত ১২টায় এটি প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবাইদুর রহমান।
তিনি বলেন, গতকাল মধ্যরাতে হালনাগাদকৃত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে রোল নম্বর বসিয়ে তাদের পজিশন দেখতে পারবেন।
হালনাগাদকৃত মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মেধাতালিকা তৈরি করতে এক সপ্তাহ সময় চায় টেলিটক। নির্ধারিত সময়ের আগেই তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় গতকাল রাতে এটি প্রকাশ করে টেলিটক।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়-২ এ ৯৯২ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।
Discussion about this post