নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে নতুন উপকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন হয়েছে।
সোমবার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয় বলে বুয়েটের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নিরবছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পসারণ ও শক্তিশালীকরণ শীর্ষক (জিটুজি) প্রকল্পের মাধ্যমে বুয়েটের অভ্যন্তরে একটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার শামীম জেড বসুনিয়া।
উপাচার্য শুরুতেই বাংলাদেশ ও চীন সরকারের যৌথ সহযোগিতায় ডিপিডিসির মাধ্যমে বুয়েটে এ ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, জিআইএস উপকেন্দ্রটিতে দুটি ৩৫/৫০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার স্থাপন হবে এবং ২০টি ১১ কেভি ফিডারের সংস্থান আছে। এছাড়াও এ প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২/১১ কেভি গ্রিড এবং লালবাগে ১৩২/১১ কেভি গ্রিড হতে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বুয়েটে ৩৩/১১ কেভি উপকেন্দ্রে সংযোগ দেওয়া হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
উপকেন্দ্রটি নির্মাণের জন্য গত ১৩ এপ্রিল বুয়েট-ডিপিডিসি স্বাক্ষরিত সমঝোতা চুক্তিপত্রের মাধ্যমে বুয়েট আজাদ আবাসিক কমপ্লেক্সের পশ্চিম পাশের ডি-ব্লক হতে ১০ কাঠা জমি ডিপিডিসির অনুকূলে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন, ডিপিডিসির প্রধান প্রকৌশলী (নর্থ) সৈয়দ আশরাফ আলী ও প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমানসহ বুয়েট ও ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) আব্দুর রউফ খান প্রমুখ।
Discussion about this post