শিক্ষার আলো ডেস্ক
প্রথমবারের মতো হাঙ্গেরিতে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আমিনুল ইসলাম সাদি।তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
আমিনুল ইসলাম সাদ শাবিপ্রবির এফইটি বিভাগ থেকে স্নাতক শেষে ২০২০ সালে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম বৃত্তি পেয়ে হাঙ্গেরি যান। এরপর ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আমিনুল ইসলাম সাদি।
অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই অ্যাওয়ার্ড আমার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড পেয়েছি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
Discussion about this post