শিক্ষার আলো ডেস্ক
১২ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতাল (ডিএনসিসি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ৬ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী করোনার প্রথম ডোজ নিয়েছেন।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে ডিএনসিসি হাসপাতালের টিকা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমতে, অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ ৫০ হাজার।
ডিএনসিসি হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে টিকা কার্যক্রম। গতকাল বুধবার পর্যন্ত সাত কলেজের ৪ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এছাড়া শুধুমাত্র আজ বৃহস্পতিবার ১ হাজার ৪৭০ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন।
এর আগে, গত ২৪ অক্টোবর (শনিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতালে সাত কলেজ শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কেন্দ্রে সাত কলেজের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা গ্রহণের কথা রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) পর্যন্ত শিক্ষার্থীদের টিকা গ্রহণের সময় নির্ধারণ করা থাকলেও আগামী ৩০ পর্যন্ত সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাত কলেজ প্রশাসন। ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি জানিয়েছেন।
Discussion about this post