নিজস্ব প্রতিবেদক
দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড বুধবার (৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে। এই তিন বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)।
এসব বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর। শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে https://admissionckruet.ac.bd/admitcard.php গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এর আগে ৩ জুন চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষার যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ২৫ হাজার ৬৪৭ শিক্ষার্থী স্থান পেয়েছেন।
প্রসঙ্গত, এবারই প্রথম দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। তিনটি ভিন্ন কেন্দ্রে (চুয়েট কেন্দ্র, কুয়েট কেন্দ্র, রুয়েট কেন্দ্র) অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। ৩ হাজার ২০১টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। সে হিসেবে আসনপ্রতি লড়বেন আট জনেরও বেশি।
Discussion about this post