শিক্ষার আলো ডেস্ক
ডিনস অ্যাওর্য়াড হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ মেধাভিত্তিক পুরস্কার। সাধারণত নিজ নিজ বিভাগে যারা খুব ভালো ফল করেন তারাই পুরস্কারটি পান। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক সেরা ফলাফলের সর্বোচ্চ পুরস্কার ডিনস অ্যাওয়ার্ডটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের নিয়ে একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের প্রতিভা ও মেধাকে ফুটিয়ে তোলার পাশাপাশি সবার মধ্যে আগ্রহ তৈরি করতেই ডিনস অ্যাওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিয়মকানুন, গঠনতন্ত্র ও ক্যাটাগরি প্রণয়ন শেষে অ্যাওয়ার্ডটি চালু সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম মনিরুজ্জামান বলেন, ডিনস অ্যাওয়ার্ড চালুর জন্য এরই মধ্যে একটি ডিনস ফোরাম গঠন করা হয়েছে। কিভাবে এটি চালু করা যায় সেই নীতিমালাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহের চেষ্টা চলছে। ডিনস অ্যাওয়ার্ড চালু হলে শিক্ষার্থীদের মধ্যে ভালো করার আগ্রহ ও পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ড চালু করার পরিকল্পনা করেছি। ডিনস ফোরাম গঠন করেছি। চলমান সেমিস্টার পরীক্ষা শেষে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post