শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উদ্যোগে ‘আন্তবিশ্ববিদ্যালয় পলিসি মেকিং কম্পিটিশন ২০২১’ এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঢাকার মিরপর সেনানিবাসে বিজয় অডিটোরিয়ামে ইকোনমিক্স ক্লাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক করোনা মহামারিতে চলমান অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ‘রাজমাটাজ’ চ্যাম্পিয়ন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির টিম ‘প্যাক ম্যান’ প্রথম রানার আপ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘ওয়াই নোটস’ দ্বিতীয় রানার আপ হয়। মোট ১৬২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Discussion about this post