নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে পাস করেছে ১০ হাজার ৩০১ শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। নূন্যতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৩২৩ জন শিক্ষার্থী। যা মূল পরীক্ষার্থীর ৭২ দশমিক ৮৭ শতাংশ।
শনিবার (৬ নভেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে ডি-১ ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর চার শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
‘ডি’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ৩৬ হাজার ৬২৪ জন পরীক্ষর্থীর মধ্যে ১০ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছেন। বাকিরা নূ্যনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ১০৩ দশমিক ৫০।
Discussion about this post