শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৭ নভেম্বর) বিইউপির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইউপির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধীনে পরিচালিত বিইউপি ডিবেট ক্লাবের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২১-এর চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা) ও ব্রিটিশ পার্লামেন্টারি নভসি ডিবেট (ইংরেজি)—দুই পর্বে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৬ বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬টি দল অংশ নেয়। তার মধ্যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা) পর্বে ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ২২টি দল ও ব্রিটিশ পার্লামেন্টারি নভসি ডিবেট (ইংরেজি) পর্বে ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ২৪টি দল।
চূড়ান্ত প্রতিযোগিতার বাংলা পর্বে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ইংরেজি পর্বে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল রানার্সআপ হয়।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে চিফ অ্যাডভাইজর হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
Discussion about this post