শিক্ষার আলো ডেস্ক
র্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টায় শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা নিশ্চয়তা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং নেই। তারপরও এমন ঘটনা ঘটলো। আমরা এ ঘটনার বিচার চাই। আমরা র্যাগিংমুক্ত ক্যাম্পাস চাই।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানববন্ধনে অংশ নেওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো ও বাধা দেওয়া হচ্ছে। এমনকি মানববন্ধন থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) শহীদ শামসুজ্জোহা হলের ছাদে র্যাগিংয়ের নামে রাতভর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামি এম সাজিদ। নির্যাতনের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
Discussion about this post