শিক্ষার আলো ডেস্ক
গবেষণায় অবদান রাখা সেরা ১০০ গবেষককে সংবর্ধনা দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে প্রথমবার এমন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ বাস্তবায়নে কমিটিও গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামকে সভাপতি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন তিনি।
১০০ গবেষকের মধ্যে ৭০ জন থাকবেন বিজ্ঞান সংশ্লিষ্ট ও বাকি ৩০ জন থাকবেন কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে।
১০০ গবেষকের তালিকা করতে নয়টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে-
১.গবেষণা তত্ত্বাবধায়নের সংখ্যা,
২.আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সংখ্যা,
৩.কনফারেন্স প্রসিডিং সংখ্যা,
৪একাডেমিক প্রস্তক প্রকাশনা,
৫.বিশ্ববিদ্যালয় ও মঞ্জুরি কমিশন ব্যতীত অন্যান্য ফান্ড থেকে মঞ্জুরীকৃত অনুদান,
৬.প্রকাশিত জার্নালকে উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সংখ্যা,
৭.পেটেন্ট অর্জন,
৮.প্রাপ্ত পুরস্কারের সংখ্যা ,
৯.গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেওয়া হবে। এই নয়টি সূচকে আবার বিভিন্ন রেটিংয়ে ভাগ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও কমিটির সদস্য সচিব ড. আজিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও পঠন-পাঠনের পাশাপাশি গবেষণায় আরও বেশি উদ্বুদ্ধ করতে সেরা গবেষক নির্বাচনে কমিটি কাজ শুরু করেছে। এবছরের নভেম্বরে অথবা ডিসেম্বরের মধ্যেই সংবর্ধনার আয়োজন করবে প্রশাসন।
Discussion about this post