নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টায় ‘ডি’ ইউনিটের সমন্বয়ক ও আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬৬৮ জন। ফেল করেছেন ৪৭২ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১ হাজার ১৪০ জন।
Discussion about this post