শিক্ষার আলো ডেস্ক
অবিলম্বে বিশেষ পরীক্ষা নিয়ে ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলনরত অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করেছেন। তবে দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার থেকে আবারও রাস্তায় নামবেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষকদের আশ্বাসের পরই মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১টা থেকে শুরু হওয়া অবরোধে শিক্ষার্থীদের ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’ ‘বিশেষ পরীক্ষা নিতে হবে নিতে হবে’ স্লোগান দিতে দেখা যায়।
এদিন দুপুরে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন এবং আগামীকাল বিষয়টি নিয়ে সাত কলেজের অধ্যক্ষ জরুরি সভা করবেন বলে জানান। এরপরই শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০১৫-১৬ সেশনের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলে বিপর্যয় হয়েছে। ফলে অকৃতকার্য শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি হতে পারেনি। এ বিষয়টি এর আগে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
Discussion about this post