নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তির আবেদন শুরু হয়েছে। এ আবেদন চলবে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা যবিপ্রবির https://admission.just.edu.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শেষ হলেই মেধাক্রম প্রকাশ এবং এর পরপরই অনুষদ ও বিভাগ ভিত্তিক ভর্তির সব কার্যক্রম শুরু হবে। আমাদের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাপ্ত এবং জানুয়ারির মাঝামাঝি সশরীরে ক্লাস শুরু করা।
যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছভুক্ত নয় বিধায় এ বিভাগের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী একই লিংকে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে।
২০১৯ ও ২০২০ সালে যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে
পারবেন।
আর যবিপ্রবিতে বিদেশি নাগরিকদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদনের অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post