নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে আজ। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৫ হাজার ৫৯৪ শিক্ষার্থী। জাবির ‘ডি’ ইউনিটে পাস করেছে ১৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী। সে হিসেবে ৪২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
তার মধ্যে ফেল করেছে ২৬ হাজার ৪২২ জন শিক্ষার্থী। সে হিসেবে ৫৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। তবে এই ইউনিটে ৬৬ শতাংশ ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
Discussion about this post