নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করছেন ৪১ হাজার ৬২৩ জন, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৭ হাজার ৭০৮ জন, পাস করেছেন ১৫ হাজার ৯৮৭ জন। সে হিসাবে পাসের হার ৫৭.৭০ শতাংশ।
এর আগে, গত ৬ নভেম্বর অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৯৪ জন ভর্তিচ্ছু।
মোস্তাফিজুর রহমান বলেন, ফল প্রকাশে দ্রুততার চেয়ে আমরা নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি। আগের প্রতি বছরের তুলনায় এবারে খুব দ্রুতই ফল প্রকাশিত হচ্ছে। আজকে ব্যবসা ইউনিটেরও ফল প্রকাশিত হয়েছে। পাসের হারও তুলনামূলকভাবে ভালোই দেখা যাচ্ছে।
Discussion about this post