নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি১ উপ-ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ব্যবহারিক পরীক্ষা আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু এতে অংশ নিতে পারবে।
আজ রবিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ও ২১ নভেম্বর সকাল ৮টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে প্রত্যেক প্রার্থীকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর অগ্রণী ব্যাংক (যে কোন শাখা) হতে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, পাসপাের্ট সাইজের ২ কপি ছবি এবং শিক্ষা জীবনে খেলাধুলার ক্ষেত্রে অর্জিত সকল মূল সনদ পরীক্ষার দিন খেলার মাঠে অস্থায়ী বুথে জমা দিতে হবে।
তাছাড়া প্রত্যেক ভর্তি প্রার্থীকে স্ব স্ব খেলার উপযােগী পােশাক পরিহিত অবস্থায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discussion about this post