নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাডভাইজারি কমিটির সভায় ৬২টি গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাডভাইজারি কমিটির ১১তম সভা তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের বিপরীতে দুই কোটি ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এটাই এযাবতকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ।
কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করেন ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনার পাশাপাশি দিক-নির্দেশনা।
২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান প্রদান করা হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post