খেলাধূলা ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, রানার্সআপ হয়েছে সাতক্ষীরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯৩ রান করে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭১ রান সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল।
খেলায় ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ হয়েছেন সাতক্ষীরা দলের সাজ্জাদ হোসেন, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন চট্টগ্রাম দলের শাহারিয়ার এবং বেস্ট ফিল্ডার ও ব্যাটসম্যান হয়েছেন কাজল। বেস্ট বলার হয়েছেন তানজিন হোসেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য শেখ আব্দুস সালাম। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডঃ কাজী আখতার হোসেন, বিসিএপিসি’র সহ-সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যুগ্মসচিব আমিনুল, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিসিএপিসি’র সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আসলে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। আমাদের প্রত্যেকের কোন না কোন সীমাবদ্ধতা রয়েছে। দৃঢ় মনোবল নিয়ে সকল প্রতিবন্ধকতা মোকাবেল করে আমরা সামনে এগিয়ে যাব।’ এছাড়া আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে ৫টি আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম, সাতক্ষীরা, তুফান ও দুরন্ত লালমনিরহাট।
Discussion about this post