নিজস্ব প্রতিবেদক
আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে ৫৬ বছরে পা রেখেছে প্রকৃতির ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। এছাড়া স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে।
বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সাড়ে ১১টায় প্রবন্ধ উপস্থাপন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। বেলা ১২টায় রয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব। এতে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সর্বশেষ বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Discussion about this post