শিক্ষার আলো ডেস্ক
ডিনস অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী শহরের নানকিং দরবার হলে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ থেকে মোট ৯ জনকে এ সংবর্ধনা দেয়া হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোখলেসুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান প্রমুখ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটরসহ বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন। অতিথি ও অভিভাবকদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড- ২০২১ তুলে দেন প্রধান অতিথি।
চলতি বছর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের মো. তৌকির আহমেদ শিমুল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিহা মামুদ, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মো. মইন সিরাজ, ইংরেজি বিভাগের শারমিন সুলতানা, অর্থনীতি বিভাগের মো. রিফাত চৌধুরী, সাংবাদিকতা বিভাগের মোসা. সাদিয়া রহমান, আইন বিভাগের মাহবুবা আশরাফি, ফার্মেসী বিভাগের মো. সোহানুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. কাইয়ুম রেজা।
Discussion about this post