নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ফলাফলও প্রকাশিত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থী ভর্তি নেবে। এদিকে, ফল প্রকাশের পর ইতোমধ্যে ৭টি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাকি ১৩টি বিশ্ববিদ্যালয় এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে শিগগির এসব বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের ওয়েবসাইট: https://admission.jnu.ac.bd
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৬৫০ টাকা
আবেদনের ওয়েবসাইট: https://admission.sust.edu
খুলনা বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের ওয়েবসাইট: http://www.ku.ac.bd/undergraduate
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৬৫০ টাকা
আবেদনের ওয়েবসাইট: https://admission.just.edu.bd/
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের ওয়েবসাইট: http://admission2021.pust.ac.bd/testauth
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ১৪ নভেম্বর-৩০ নভেম্বর
আবেদন ফি: ৬৫০ টাকা
আবেদনের ওয়েবসাইট: bsfmstu.ac.bd/admission
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত
আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের ওয়েবসাইট: www.couadmission.com
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হল- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Discussion about this post