নিজস্ব প্রতিবেদক
আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হবে। ফল তৈরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
‘গ’ ইউনিটের ফল প্রস্তুত সংক্রান্ত কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ ও লিখিত অংশের খাতা দেখা হয়েছে। এখন নম্বর ‘রিচেক’র কাজ চলছে। আগামী শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় রোববার (২১ নভেম্বর) অথবা সোমবার (২২ নভেম্বর) ফল প্রকাশ করা হবে।
এ প্রসেঙ্গে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বলেন, ‘ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন আমরা নম্বরগুলো চেক করছি। এটি শেষ হলে ফল জমা দেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ফল ঘোষণা করবেন।’
কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন আরও বলেন, কোনো সমস্যা না হলে আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷
Discussion about this post