শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের কোনো নম্বর যোগ করা হবে না বলে জানা যায়।
বুধবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুধু গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এবারের মেধাতালিকা তৈরি হবে। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। তাই শাবিপ্রবির ভর্তি প্রক্রিয়ায় এসএসসি ও এইচএসসির নম্বর যোগ করা হবে না। তাছাড়া এইচএসসি পরীক্ষায় এবার শিক্ষার্থীরা অটোপাস করেছে।
রোববার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে আগামী শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া, ফি পরিশোধের প্রক্রিয়াসহ প্রয়োজনীয় তথ্য ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট (www.admission.sust.edu) থেকে জানা যাবে।
Discussion about this post