অনলাইন ডেস্ক
হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর সাইন্স ল্যাব মোড়ে অতর্কিতভাবে শিক্ষার্থীরা বাস ভাঙচুর শুরু করেন।
জানা গেছে, রাজধানীতে চলাচলরত গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার দাবিতে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। আন্দোলনের এক পর্যায়ে কিছু শিক্ষার্থী হঠাৎ করেই বাস ভাঙচুর শুরু করে। এসময় তারা ১০-১৫ টি বাস ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডির সাইন্স ল্যাবরেটরি এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। এ সময় অতর্কিতভাবে শিক্ষার্থীরা বাসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। লাঠি দিয়ে তারা বাসের সামনের গ্লাস এবং জানালা ভাঙচুর করেন।
Discussion about this post