নিজস্ব প্রতিবেদক
সান্ধ্যা আইন পরিবর্তন, হলের ওয়াইফাই সমস্যার সমাধানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের বেশ কিছু দাবি নিয়ে চলা আন্দোলন প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে আলোচনা শেষে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। আন্দোলন চলাকালে ঘটনাস্থলে এসে অবস্থা পর্যবেক্ষণ শেষে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী, রোকেয়া হল প্রাধ্যক্ষ জয়ন্তী রানী বসাক, হলের আবাসিক শিক্ষক এবং হলের কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি দল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং এই সুবিধাগুলো তাদের পাওয়া উচিত। আমরা মনে করি সব সুবিধাগুলোই আছে। তবে সেগুলো যেন তাঁরা আরও ভালো অনুভব করে, আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট।
রোকেয়া হল প্রাধ্যক্ষ জয়ন্তী রানী বসাক বলেন, শিক্ষার্থীদের কিছু কিছু দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন তিনদিনের মধ্যে এসব দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তারপরই সিদ্ধান্তের আলোকে হলের শিক্ষার্থীদের এবিষয়ে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে, শনিবার বেলা ১২টায় সান্ধ্য আইন পরিবর্তন ও খাবারের গুনগত মান বৃদ্ধিসহ ১০দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সামনে তিন ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।
Discussion about this post